নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। তাঁর নাম মো. রাসেল (২৪)। এ ঘটনায় অটোরিকশার আরও দুজন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট বাজারে নোয়াখালী-ফেনী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশার চালক মো. রাসেল ফেনীর দাগনভূঞা উপজেলার ফজল হকের ছেলে। আহত দুই যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাককে এলাকাবাসী জব্দ করেছে। পরে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ গাড়ি দুটি তাদের হেফাজতে নেয়। তবে ট্রাকের চালক পালিয়ে যান।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বেগমগঞ্জের চৌমুহনী থেকে যাত্রীবাহী অটোরিকশা পাশের দাগনভূঞা উপজেলার উদ্দেশে রওনা দেয়। অটোরিকশাটি নোয়াখালী-ফেনী মহাসড়কের জমিদারহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যান। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।

এসআই রবিউল বলেন, ট্রাকের একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে এ দুর্ঘটনা ঘটে।

Sharing is caring!