মো. সেলিম:

দেশের বিভিন্ন জেলা উপজেলার সেচ্ছাসেবী সংগঠনের অংশ গ্রহনে জমকালো আয়োজনে পালিত হলো ‘সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন’ এর দ্বিতীয় বর্ষপূর্তি ও সেচ্ছাসেবিদের মিলনমেলা অনুষ্ঠান।

গতকাল বিকেল ৩ টায় সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরজুবিলী রব্বানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। তিন পর্বের অনুষ্ঠানে শুরুতে কেক কেটে সংগঠনটির দ্বিতীয় বর্ষপূতি উদযাপন শুরুহয়।

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সংগঠনটির সদস্য নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী অফিসার(ভূমি কর্মকতা) শরিফ উল্ল্যাহ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগের সভাপতি, নোয়াখালী জেলা জজকোর্টে এপিপি আলহাজ এডভোকেট মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন, বিটিভি’র সাবেক উপ-মহাপরচালক, মরহুম আব্দুল মালেক উকিলের সুযোগ্য সন্তান বাহার উদ্দিন খেলন, সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টার এর ব্যাবস্থাপনা পরিচালক মহি উদ্দিন, সুবর্ণচর উপজেলার বিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনৈতিবীদ বেলাল হোসেন সুমন, চরজব্বার ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক হাজি আব্দুল মালেক, রব্বানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মিজানুর রহমান।

পরে অতিথিরা রক্তদানে মানুষের জীবন বাঁচনো, এবং রক্তদান কর্মিসূচি পালনসহ সমাজ উন্নয়নে ভূমিকা পালনের জন্য প্রতিটি সংগঠনকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন। এতো আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক লিটন চন্দ্র দাস, মোঃ ইমাম উদ্দিন সুমন, ছানা উল্যাহ, সামছুউদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,সাবেক সভাপতি মহিব উল্যাহ মহিব, সংগঠনের বর্তমান সাধারন সম্পাদক এমদাদুল হক ইয়াছিন, সহ-সভাপতি আলা উদ্দিন আকাশ, সদস্য, মাহবুবা রাহাসহ বিভিন্ন সংগঠনের প্রধানগন।

“সেচ্চায় করি রক্তদান, আপনার রক্তে বাঁচুক প্রান” স্লোগানকে সামনে রেখে ‘সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন’ মাত্র দুই বছরে প্রায় দেড় হাজার ব্যাগ রক্তদান করে দৃষ্টান্ত স্থাপন করে।

হাফেজ মোঃ হোসাইন, আলা উদ্দিন আকাশ, হারুনুর রশিদ, তামান্না আক্তার সুচী, মাহবুবা রাহা, তূরন্ত দেবনাথ, বর্ষা মজুমদার, তৌয়মুর রহমান সোহাগ, আব্দুর রহিমান বাবর, জহিরুল ইসলাম ফার্সি, ওমর ফারুক সুমন, নাছির হোসেন, বেলাল হোসেন, এমরান হোসেন, হেলাল উদ্দিন, শাপলুসহ অনেকেই সেরা রক্তদাতা ও সেরা রক্তদাতা সংগ্রাহক সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও সংগঠনটির নানাবিধ কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক, দৈনিক অভজারভার প্রতিনিধি, চ্যানেল এসটিভির নোয়াখালী প্রতিনিধি, সময়ের কণ্ঠস্বর সাব এডিটার সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

সমগ্র বাংলাদেশে থেকে ৫১ টি স্বেচ্ছাসেবী সংগঠন অনুষ্ঠানে উপস্থিত থেকে সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনকে শুভেচ্ছা জানান সংগঠনগুলো হলো স্বেচ্ছায় রক্তদান ব্লাড ফাউন্ডেশন, আলোকিত ব্লাড ফাউন্ডেশন, অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাব, এ রব স্কুল ছাত্র সংঘ, স্বপ্ন ও আগামী, অবর্ণ ইসকুল, ৪নং চরওয়াপদা স্টুডেন্টস্ এসোসিয়েশন, বাকলিয়া ব্লাড ডোনেশন, “মানবতা”(স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন), অনলাইন এক্টিভ ফোরাম,হাতিয়া ভলেন্টিয়ার্স টিম, নোয়াখালী ব্লাড হান্টার, দ্রুব তারা ইউথ ডেভেপলমেন্ট, তিলোত্তমা ব্লাড ব্যাংক, ইটস মুভ ফর চেন্জ (চলো পাল্টাই), সত্যের সন্ধানে ব্লাড ব্যাংক, অগ্রযাত্রা তরুণ সংঘ, নোয়াখালী পেইজ, ইসলামী সমাজ কাল্যাণ ফাউন্ডেশন, বামনা আলোকিত সমাজ, আমরা করবো রক্ত দান (একেআরডি)

উদীয়মান স্বেচ্ছায় রক্তদান, কাটাবুনিয়া এক্স স্টুডেন্ট ফোরাম, ব্রাদার্স ফাউন্ডেশন, ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন, তোরাবগঞ্জ রক্ত দান ফাউন্ডেশন, দূরদূরান্ত-আধুনিক সমাজ গঠন ও আর্ত মানবতার সেবায়, আশার আলো সমাজ কল্যাণ সংগঠন, নোয়াখালী বিভাগ (অনলাইন গ্রুপ), এন সোশ্যাল ফোর্স এন্ড ব্লাড ডোনেট ক্লাব, সুবর্ণ ব্লাড ব্যাংক, বিনোদপুর স্বেচ্ছাসেবী সংগঠন, বাঁধন,(নোয়াখালী সরকারি কলেজ ইউনিট), ভেনাস স্টুডেন্ট একাডেমি, ফ্রেন্ডস ফোরাম, আশার আলো ব্লাড ডোনেশন সোসাইটি, চট্টগ্রাম, নোয়াখালী, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মানব কল্যান সেবা সংঘ, রামগতি ব্লাড ডোনেশন ক্লাব, সুবর্ণ ফাউন্ডেশন, চরজব্বর ডিগ্রি কলেজ রোভার স্কাউট’স, সুবর্ণচর সমাজ উন্নয়ন সংস্থা, বৃহত্তর কুমিল্লাা ব্লাড ব্যাংক, বাংলাদেশ ব্লাড ফাউন্ডেশন, ইমপাল্স ব্লাড ব্যাংক, লেটস মোভ ফর চেঞ্জ( চলো পাল্টাই), এফএএইচপি, লক্ষীপুর, রাইজিংসান স্টুডেন্ড ওয়েল ফেয়ার এসোশিয়েশন, জেড আইবি ব্লাড ফাউন্ডেশন।

বক্তারা সমাজসেবী সংগঠনগুলো এমন কর্মকান্ডকে স্বাগত জানিয়ে বলেন, এক ব্যাগ রক্তের অভাবে একটি মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে, সেসব মূমূর্ষ রোগিকে রক্তদান করে বাঁচিয়ে তুলছেন এই সেচ্ছাসেবী সংগঠনের রক্তযোদ্ধারা, রাত,দিন, ঝড়তুফান উপেক্ষা করে এসব রক্তযোদ্ধারা মানুষের জীবন বাঁচাতে ছুটে চলছে অভিরাম, আমাদের সবার উচিত এসব সেচ্ছাসেবী সংগঠনের পাশে দাঁড়ানো, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া এবং তাদের কার্যক্রমে ভূমিকা পালন করা, সবার সহযোগিতায় বদলে যেতে পারে দেশ এবং সমাজ, বক্তরা উপস্থিত সবাইকে চলমান কার্যক্রম আরো বেগবান করতে আহবান জানান এবং সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Sharing is caring!