মো. সেলিম:

নোয়াখালীতে কিংবদন্তী আবৃত্তিশিল্পী প্রয়াত কামরুল হাসান মঞ্জুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে নোয়াখালী আবৃত্তি একাডেমি এ অনুষ্ঠান আয়োজন করে।

এতে আবৃত্তিশিল্পী ছাড়াও কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে প্রয়াত কামরুল হাসান মঞ্জুর স্মৃতির প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে কামরুল হাসান মঞ্জুর আবৃত্তি এলবাম থেকে নির্বাচিত কয়েকটি আবৃত্তি শোনানো হয়। এছাড়াও তাঁর কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করা হয়।

নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনবাগ সরকারি কলেজের উপাধ্যক্ষ দিদারুল ইসলাম, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা আবু নাছের মঞ্জু, সাংবাদিক জামাল হোসেন বিষাদ, আবৃত্তিশিল্পী লায়লা তারেক, লক্ষীপুর আবৃত্তি একাডেমির সভাপতি মাসুম জিহাদী। বক্তারা নোয়াখালী অঞ্চলে বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে কামরুল হাসান মঞ্জুর অবদান তুলে ধরেন।

Sharing is caring!