গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে আরও ১০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৫৩৬ জনে।বিষয়টি খবই উদ্বেগজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
.
বিপুলসংখ্যক শনাক্তের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২১ জনে।
.

রোববার (৩০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
.
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, নোয়াখালীর ল্যাবে ৩৪৪টি নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে নোয়াখালী সদরের ৬১ জন, সুবর্ণচরের ১ জন, বেগমগঞ্জের ১২ জন, সেনবাগের ৬ জন, সোনাইমুড়ীর ৪ জন, চাটখিলের ৭ জন, কোম্পানীগঞ্জের ৯ জন ও কবিরহাট উপজেলার ১ জন রয়েছেন। এ নিয়ে নোয়াখালীতে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন। এর মধ্যে সদরের ২ হাজার ৮৮৯ জন আর বিভিন্ন উপজেলার রয়েছেন ৫ হাজার ৬৪৭।

.
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২১ জনের। এর মধ্যে সদরের ২১ জন আর বিভিন্ন উপজেলার ১০০ জন রয়েছেন।

Sharing is caring!