মো. সেলিম:

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এসএভিপি এন্ড হেড মো. মশিউর রহমান বলেছেন গ্রামীণ জনপদে জনপ্রিয় হয়ে উঠছে এজেন্ট ব্যাংক। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে একদিকে প্রান্তিক মানুষ আর্থিক সেবার মাধ্যমে উপকৃত হচ্ছেন, অন্যদিকে আর্থিক অন্তর্ভুক্তির বিকাশের কারণে সামষ্টিক অর্থনীতিও শক্তিশালী ভিতের ওপর দাঁড়াচ্ছে। তাই এজেন্ট ব্যাংকিংয়ের প্রসার অব্যাহত রাখতে হবে। তিনি বলেন দেশের ৪০ শতাংশ মানুষ ব্যাংকিং সেবা পাচ্ছে, বাকী ৬০ শতাংশ মানুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার কাশেম বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মাইজদী শাখার ম্যানেজার মোহাম্মদ আবদুস্ শহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন।

অতিথিগন এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন শেষে ব্যাংক এজেন্ট জান্নাতুল নাঈমের হাতে এসআইবিএল এজেন্ট ব্যাংকিং এর সার্টিফিকেট তুলে দেন। এসময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাহকগন উপস্থিত ছিলেন।

Sharing is caring!