মো. সেলিম:

নোয়াখালীর কবিরহাটে এতিম ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য ভূমি দান করেছে গৃহবধূ রওশনা আক্তার হায়দার।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে এ উপলক্ষে জেলা প্রশাসকের সভা কক্ষে এক প্রেস ব্রিফিং ও সভার আয়োজন করেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়।

উক্ত প্রেস ব্রিফিংয়ে জেলার কবিরহাট উপজেলার ৩নং ধানসিড়ি ইউনিয়নে সম্পূর্ণ বিনা মূল্যে ৮ বিঘা বা ২০৮ শতাংশ ভূমি দান করেন তিনি। দানকৃত ভূমিতে এতিম ছেলে মেয়েদের জন্য ১০০ আসন বিশিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আইয়ুব খান, সহকারী পরিচালক বেলাল হোসেন প্রমূখ।

Sharing is caring!