মোঃ ইদ্রিস মিয়াঃ
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন থাকার পর আজ সোমবার থেকে নোয়াখালীতে সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও গণপরিবহন।সীমিত পরিসরের কথা বলা হলেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির নির্দেশনার কার্যকারিতা কোথাও লক্ষ্য করা যায়নি।বাজারের দোকানগুলোতে একই অবস্থা। এতে করে বেড়ে গেছে স্বাস্থ্য ঝুঁকি।

সকাল থেকে জেলা শহরের বাসস্ট্যান্ডগুলোতে ঘুরে দেখা গেছে, অতিরিক্ত যাত্রীর চাপ ছিল প্রায় প্রতিটি যানবাহনেই।

একই সাথে আদায় করা হচ্ছে ভাড়তি ভাড়া।
মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও।
দূরপাল্লার বাস ভাড়া ৬০% বাড়িয়ে ৪০০ টাকার পরিবর্তে ৬৪০ টাকা আদায় করা হচ্ছে। একই চিত্র দেখা গেছে জেলার অভ্যন্তরীণ বেশ কিছু যানবাহনে।

Sharing is caring!