19/10/72549740_2356857861242669_8470656654336065536_n-300×225.jpg” alt=”” width=”300″ height=”225″ />মফিজ উদ্দিন আহমেদ হাতিয়া প্রতিনিধি.আজ ১৪ অক্টোবর
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদর কেন্দ্রীয় কর্মসূচির আহবানে প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের একদফা দাবিতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার প্রায় ২৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়  দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি ছিল।
এরপর আগামী ১৫ অক্টোবর সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি চালিয়ে যাবেন। যথারীতি ১৬ অক্টোবর অর্ধ দিবস কর্মবিরতি এবং ১৭ অক্টোবর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।উল্লেখ থাকে যে গত ২০ সেপ্টেম্বর রাজধানী ঢাকার সেগুনবাগিচা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশের চৌদ্দটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠন একত্রিত হয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ নামে জোটবদ্ধ হয়ে এক ও অভিন্ন ১দফা কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে দাবি আদায় না হলে আগামী ২৩ অক্টোবর ঢাকায় শিক্ষক মহাসমাবেশের ডাক দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ এবং ওই দিনই আগামীর লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

Sharing is caring!