এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবাগত ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ ও ২টি ইন্সটিটিউটের মোট ৩০টি ডিপার্টমেন্টর বিপরীতে ১৩২০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।

প্রসঙ্গত, গত ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয় নোবিপ্রবি ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় ৬ ইউনিটে ১ হাজার ২৮৫টি (কোটা ছাড়া) আসনের বিপরীতে মোট ৬৮ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী আবেদন করেন। এতে মোট অংশগ্রহণকারীর মধ্যে ৬১.৮৫ শতাংশ পাশ করেন। গত ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে।

Sharing is caring!