এমরান উদ্দিন আহমেদঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কথাসাহিত্য-চিন্তা শিরোনামে ভাষা সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় বাংলা বিভাগের ৪০২ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এবং মান্যবর বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. চন্দন আনোয়ার। এতে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

 

Sharing is caring!