জিহাদ সুলতান: এ বছর বিদেশ সফরেই ব্যস্ততা যাচ্ছে সাকিব আল হাসানদের। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট দিয়ে শুরু করে শেষ হয়েছে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে। দেশের মাটিতে একটি টেস্ট ও আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে তিনজাতি টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন টাইগাররা

আসছে নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে সাকিব-মুশফিকরা।

৩ নভেম্বরের থেকে শুরু হয়ে সিরিজ শেষ হবে ২২ নভেম্বর টেস্টের মধ্য দিয়ে। অক্টোবরে অস্ট্রেলিয়ার আসার কথা থাকলেও তারা আসবে না বলে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আফগানিস্তানের অক্টোবরে আসার কথা থাকলেও তারা সেপ্টেম্বরে এসে খেলে গেছে। এক টেস্ট ও দুই টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল আইসিসির এফটিপিতে। এ ছাড়া ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল সাকিবদের। কিন্তু বিশ্বকাপের পরেই এই সিরিজ খেলতে যায় বাংলাদেশ।

তাই নভেম্বরে ভারত সফর ছাড়া আর কোনো খেলা নেই। ডিসেম্বর থেকে বিপিএল হওয়ার কথা রয়েছে। ভারত থেকে এসেই টাইগাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএলের সপ্তম আসরের খেলায়।

Sharing is caring!