নকে টিভি ডেস্ক

চলছে মাঘ মাস। তবে রাজধানীতে নেই শীতের প্রভাব। শীতকাল চললেও তাপমাত্রা বেশ স্বাভাবিকই রয়েছে। তবে মঙ্গলবার (২৬ জানুয়ারি) তাপমাত্রা আরো বাড়ার দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ৮-১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এতে আরো বলা হয়, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ও ৯৩ শতাংশ আর্দ্রতা ছিল। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬ টা ৪১ মিনিটে।

Sharing is caring!