মো. সেলিম:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ঢাবি’তে চান্স পাওয়া এক ছাত্রের দ্বায়িত্ব নিলেন জনতা ব্যাংক চৌমুহনী শাখার ফেন্সিপাল অফিসার ফখরুল ইসলাম রাহাত।

ঢাবি’তে চান্স পাওয়া ওই ছাত্রের নাম তানভির হাসান। সে কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে ৫০৫ তম স্থান অর্জন করে।

জানা যায়, তানভীর হাসান তার বাবা একজন দিনমজুর। অনেক কষ্টে লেখাপড়ার খরচ চালায় তাঁর বাবা। তানভির সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় জিপিএ -৫ অর্জন করেছিলো।

তাঁর ইচ্ছা আর অদম্য শক্তি যেন দমে না যায় তাই তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন ফখরুল ইসলাম রাহাত। তিনি তানভীরের ভর্তি ও যাবতীয় খরচের জন্য দশ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন এবং পরবর্তিতেও সকল সহযোগিতা করবেন বলে জানান।
তিনি আরও বলেন, তানভীর’র উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে যত রকম সহযোগিতা দরকার আমি তা করবো। তার পড়ালেখা যাতে থেমে না যায় তাই আমি সব সময় তাঁর পাশে আছি।

Sharing is caring!