বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে ডিমের দামে এক টাকা বেশি নেওয়ায় এবং বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দুই প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
.
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে চৌমুহনীর মিতালী বেকারি ও দেলোয়ারের ডিমের আড়তে এ জরিমানা করা হয়।
.
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।
.
তিনি গণমাধ্যম কে জানান, দেলোয়ারের ডিমের আড়তে প্রতি হালি ডিম ৪৬ টাকার পরিবর্তে ৫০ টাকায় বিক্রি হচ্ছিল। প্রতি ডিমে এক টাকা বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.
অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশ কেক তৈরি করায় মিতালী বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অন্য ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সতর্ক করা হয়।
.
অভিযানে অন্যদের মধ্যে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও বেগমগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Sharing is caring!