এনকে টিভি  ডেস্কঃ

জনপ্রিয় অনলাইন ‘এনকে টিভি’ সংবাদ সংগ্রহ করার জন্য ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা-উপজেলা,থানা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।

.

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ,তরুণী  অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা।  আপনি যদি সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ে তুলতে চান তাহলে আপনিও হতে পারেন “এনকে টিভি” পরিবারের একজন। “এনকে টিভি” নিজস্ব কর্মশালার মাধ্যমে আমাদের প্রতিনিধিদের গড়ে তুলে দক্ষ ও যোগ্য হিসেবে।

.

এ ক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করে, তথ্য ও সত্যকে আবিস্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং অবশ্যই স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী মূলত তাদের কাছ থেকেই আমরা এই আবেদন আশা করছি।

.

এনকে টিভি -এ আপনার প্রতিনিধিত্ব মূলত একটি স্বেচ্ছাশ্রমমূলক কাজ যার মাধ্যমে সমাজ ও জনকল্যাণমূলক কাজের প্রতিনিধিত্বের পাশাপাশি দেশের আপামর জনতার কাছে আপনার জেলা/উপজেলার সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌছাবে।

.

যোগ্যতা

১। সর্বনিম্ন উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত হতে হবে।
২। বয়সসীমা নেই
৩। উপস্থিত বুদ্ধিমত্তর অধিকারী হতে হবে।
৪। সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
৫। মিশুক মনের অধিকারী হতে হবে।
৬। চালাক ও সাহসী হতে হবে।

.

শর্তসমূহ

১। কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। অফিসের নির্দেশে বিভিন্ন জায়গায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
৩। কপি/পুরাতন নিউজ করা যাবে না।
৪। ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে।
৫। মাসে অন্তত দুটি জনদুর্ভোগের ভিডিও নিউজ করে পাঠাতে হবে।
৬। সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
৭। স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে।
৮। রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী নিউজ করা যাবে না।
৯। প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
১০। নেশা ও মাদকমুক্ত হতে হবে।
১১। ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের শর্তসাপেক্ষে আইডি কার্ড প্রদান করা হবে।
১২। বিভিন্ন উৎসবে বিজ্ঞাপন সংগ্রহ করার মানসিকতা থাকতে হবে।
১৩। অফিসের বিভিন্ন সিদ্ধান্ত গুরুত্বসহকারে পালন করতে হবে।
১৪। অফিসের কোন তথ্য ফাঁস করা যাবে না।
১৫। এনকে টিভি প্রচার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিজ উদ্যোগে গ্রহণ করতে হবে।
১৬। নিজেদের প্রকাশিত নিউজ/জাতীয় সংবাদ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে, একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
১৭। সংবাদের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
১৮। প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলার নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে।

.

আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে: ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলে।
ই-মেইল: nktvnews24@gmail.com

• ই-মেইল পাঠাতে, বিষয়বস্তু অর্থাৎ Subject –এ লিখতে হবে “ কোন (উপজেলা, জেলা) জায়গার প্রতিনিধি”।

• প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিদের অফিশিয়াল সুযোগ সুবিধা নির্ধারিত হবে আলোচনা সাপেক্ষে।

.

যোগাযোগ
এনকে টিভি কার্যালয়, গোদার মজসজিদ, মাইজদী কোর্ট, নোয়াখালী।
মোবাইল : ০১৯৩৩-০৬৭০৪৩,০১৮১৩-২৭৪৯২৩

Sharing is caring!