এনকে টিভি  ডেস্ক ॥ ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনার। আগামীকাল সোমবার (৩১ মে) সেখানে যাবেন তাঁরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, চার দিনের সফরে আজ রবিবার (৩০ মে) ঢাকায় আসছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার ইউএনএইচসিআর’র সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগস। ঢাকা থেকে তাঁরা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। একই সঙ্গে ভাসানচরেও যাবেন।

এই প্রথমবার ভাসানচর যাচ্ছেন ইউএনএইচসিআর’র কোনো প্রতিনিধি দল। বাংলাদেশ সফরকালে দলটি সরকারী-বেসরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন। একইসঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন দলের সদস্যরা।সূত্র জানায়, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘকে যুক্ত করতে চায় সরকার। সেই লক্ষে সরকার থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের অংশ হিসেবেই এ দুই সহকারী হাইকমিশনার ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন।

Sharing is caring!