নিজস্ব প্রতিবেদক

.

নোয়াখালীর কবিরহাটে ইউপি নির্বাচন ঘিরে চেয়ারম্যান প্রার্থী হাজী ইলিয়াছের মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজী ইলিয়াছ।

.

স্থানী সৃত্র জানা যায়, গত ২৬ তারিখে নিবার্চনের আগে দিন মাছের প্রজেক্ট কোন মাছ মারা যাই নি বলে জানান এলাকাবাসী। নিবার্চনের দিন সকাল বেলায় থেকে হাজী ইলিয়াছ মিয়ার প্রজেক্টে মাছ মারা যাচ্চে বলে জানান। এলাকাবাসী জানান নিবার্চন কে কেন্দ্র করে এই ঘটনা ঘটায়, এলাকাবাসী বলে এমন অমানবিক কাজ যারা করছেন। তাদের শাস্তি হাওয়া দরকার।

.

সুন্দলপুরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী ইলিয়াস বলেন, আমার এই প্রজেক্ট প্রায় ৩বছর আমি তেমন মাছ বিক্রম করি নি, আমার এক একটা মাছ ১০/১২কেজির ওজনের চেয়ে বেশি হবে বলে জানান তিনি।

.

তিনি আরো বলেন, যারা এই অমানবিক কাজ করছেন তাদের কিছু জনের নাম আমার নজরে আসছে, আমি আইনি ব্যবস্থা নিবো এবং যারা এই অমানবিক কাজ করছেন তাদের বিচার চাই।

.

 

.

Sharing is caring!