এনকে টিভি ডেস্কঃ 

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর জেলার শাহরাস্তি.উপজেলায় সামাজিক সংগঠন ‘স্বাবলম্বী’র পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

.
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে
শাহরাস্তির হোসনে আরা বেগমের নিজ বাড়িতে গিয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

.

সেলাই মেশিন বিতরণ এর সময় ‘স্বাবলম্বী’র সদস্য হাসিব আল আমিন উপস্থিত ছিলেন।

.

সেলাই মেশিন বিতরণ কার্যক্রম নিয়ে স্বাবলম্বী’র প্রতিষ্ঠাতা মাহমুদুল ইসলাম শিবলু বলেন, ‘স্বাবলম্বী’র লক্ষ্য হচ্ছে একটি স্বচ্চল সমাজ বিনির্মানে কাজ করা। আমাদের সাধ্যের মধ্যে প্রচেষ্টাবান মানুষদের সার্বিক সহযোগিতা ও সেবা প্রদান করা। সকলেই যদি নিজ নিজ অবস্থান থেকে দরিদ্রদের স্বাবলম্বী করতে এগিয়ে আসেন তাহলে বৃহৎ একটি জনগোষ্ঠী নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

.

উল্লেখ্য, ২০২০ সালের ২ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করে ‘স্বাবলম্বী’। সমাজের প্রচেষ্টাবান যুবক/যুবতীদের জন্যে কর্মসংস্থান গড়ে তোলার বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে সংগঠনটি। এর আগে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে গত ২৯ ডিসেম্বর সকালে নাগমুদ বাজারের মরিয়ম বেগমের নিজ বাড়িতে সেলাই মেশিন বিতরণ করা হয়।

.

এইচ/আর

Sharing is caring!