প্রতিবেদক: 

মা ইলিশ সংরক্ষণ অভিযানে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ইলিশ ধরার কারেন্ট জাল ও বোট পুড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার  মুছাপুর ইউনিয়নের ক্লোজার ঘাট  সুুইজ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন।

অভিযানের সময় বামনীয়া নদীতে নিষিদ্ধ সময়ে মাছ ধরে তীরে আসলে ভ্রাম্যমাণ আদালত  হস্তক্ষেপ করে। এসময় মাছ ধরার বোট ও জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। পরে মাছ ধরার বোট, প্রায় ১হাজার মিটার ইলিশ ধরার জাল ও ৫শ মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে দেয়।

Sharing is caring!