মোঃ সেলিম।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান চরফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ কামাল পারভেজের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক হিসাব রক্ষক কর্মকর্তা মো. আবদুল্যাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা (মহিলা) ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, উপজেলা ভূমি কর্মকর্তা মো. ইয়াছিন, ৫নং চর ফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল উদ্দিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক নাজিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী বিএসসি, উপজেলা ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইউনুছ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন পাটোয়ারী, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমান, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান ফয়সল প্রমূখ।

৪৮তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বালক ফুটবলে বামনী উচ্চ বিদ্যালয় এবং বালিকাতে যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

Sharing is caring!