এনকে টিভি প্রতিবেদক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজে বাধা দেওয়ায় মাহবুবুল কবির প্রদীপ (৪৩), নামের এক যুবককে আটক করে ১মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে দণ্ডপ্রাপ্ত মাহবুবুল কবির প্রদীপকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রদীপ বসুরহাট পৌরসভার ব্যবসায়ী মরহুম হাজী সিরাজ উদ্দিন আহমদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বসুরহাট বাজারে শংকর বংশি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় সরকারি কাজে বাধা প্রদান করে প্রদীপ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াছিন প্রদীপকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রদীপকে দণ্ডবিধি ১৮৮ধারায় ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!