এনকে টিভি ডেস্কঃ

নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে নোয়াখালী জেলা প্রশাসকের সাথে সেনাবাহিনীর প্রস্তুতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লেফটেনেল কর্ণেল আহমেদ, লেফটেনেল কর্ণেল সাইফুল, পুলিশ সুপার আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খাঁন সোহেল, জেনারেল হাসপাতালের পরিচালক ডা. খলিল উল্লাহ সহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ।

সভায় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি প্রয়োজনে কোয়ারেন্টাইনসহ প্রয়োজনীয় আর্থিক ও লজিস্টিক সহায়তার ব্যবস্থা করবে।
এছাড়াও জেলায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের সুবিধার্থে সেনাবাহিনী নিয়োজিত হবে। জেলা ম্যাজিস্ট্রেটদের সমন্ময়ে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা ও সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিনের ব্যবস্থা গ্রহন করবে।

 

 

এনকে টিভি/ আরেফিন শুভ

Sharing is caring!