এনকে টিভি প্রতিবেদক, ফেনী:

 

সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে ফেনীর পরশুরাম বিলোনিয়া স্থলবন্দর এক মাসের জন্য বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তা কার্যকর থাকবে।

 

পরশুরাম মজুমদার হাট বিওপির কোম্পানী কামন্ডার মোঃ মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ভারতীয় কাস্টমস থেকে জানানো হয় ভারতীয় একটি জাতীয় দৈনিক পত্রিকায় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে সংবাদ প্রকাশের পর স্থলবন্দর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় ওপারের ( ভারত) কাস্টমস।

 

সে হিসেবে আজ রাত ১২ টা থেকে এক মাসের জন্য(আগামী ১৫ এপ্রিল পর্যন্ত) বাংলাদেশী কোন নাগরিক ভারতে প্রবেশ করতে পারবেনা তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা শুধু নিজ দেশে প্রবেশ করতে পারবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ অব্যাহত থাকবে।

 

বিলোনীয়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ সুজাত আলী মজুমদার জানান, ভারতীয় অংশ মুহুরীঘাট কেন্দ্রে কোন বাংলাদেশি নাগরিককে প্রবেশ করতে দিচ্ছেনা ভারতীয় কর্তৃপক্ষ। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তা কার্যকর থাকবে। শুধু ভারতীয় যাত্রীদের প্রবেশর সুযোগ রয়েছে।

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!