এনকে টিভি ডেস্কঃ

করোনার সংক্রমণ ঠেকাতে নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে জেলা শহরে ১০ হাজার পরিবারকে বাসা বাড়িতে হ্যান্ডস্যানিটাইজার পৌঁছে দেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

পৌর মেয়র শহিদ উল্লা খাঁন জানান, পৌর এলাকার প্রত্যেকটি বাসা বাড়িতে এই হ্যান্ডস্যানিটাইজার পৌঁছে দেওয়া হবে। করোনা ঝুঁকি না কমা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম বার দেওয়া হ্যান্ডস্যানিটাইজার শেষ হওয়ার পর পৌর ভবন থেকে আবার নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে করোনা ঝুঁকি এড়াতে লোকজনকে সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে জেলা তথ্য অফিস বিভিন্ন স্থানে মাইকিং ও প্রচারপত্র বিলি করছে। বিদেশ ফেরত কেউ নির্দিষ্ট সময় হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘুরাফেরা করলে জেল জরিমানার বিষয়ে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী নোয়াখালীতে গত এক মাসে ৭হাজার ৭৯৫ জন বিদেশ থেকে দেশে ফিরেছে। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছে ৭২৪ জন।

 

 

.এনকে টিভি/ আরেফিন শুভ

Sharing is caring!