এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালী কবিরহাট উপজেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মুল্যবৃদ্ধির কারনে উপজেলার চাপরাশির হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস এর নির্দেশে আদালত পরিচালনা করেন কবির হাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন।

শনিবার (২১মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়। এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানা পুলিশ।

আদালত চলাকালীন সময় নানা অনিয়মের জন্য তিন দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৪ জনকে গ্রেফতার করা হয়।

কবিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!