এনকে টিভি প্রতিবেদক:

 

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবি/ ২০১৯-২০২০ মৌসুমে ভুট্টা, সূর্যমুখী ও চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষে নোয়াখালী কবিরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা শামস্ এ আরেফিনের সভাতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন।

 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সবুজ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএমএম সেলিম উদ্দিন, সাংবাদিক মো. সেলিম সহ উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার ৭টা ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩৫০ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা শামস্ এ আরেফিন জানান, ভুট্টা চাষে প্রতি কৃষকে এক বিঘা জমির জন্য দুই কেজি বীজ, বিশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার দেয়া হয়েছে। এছাড়াও চিনাবাদাম চাষে কৃষক প্রতি দেয়া হয়েছে, দশ কেজি বীজ, দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার এবং সূয়মুখী চাষে দেয়া হয়েছে দেড কেজি বীজ, বিশ কেজি ডিএপি ও এমওপি পাঁচ কেজি। আমরা আশা করি কৃষকরা যদি আমাদের দেয়া সকল পরামর্শ মেনে চাষাবাদ করেন তাহলে ভালো ফলাফল পাবো।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!