এমরান উদ্দিন আহমেদ শাকিল ॥ জেলা শহর মাইজদীর কদমতলী এলাকায় সন্ত্রাস, মাদক, ইভটিজিং এবং চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে স্থানীয় প্রশাসন ও কদমতলী ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে সমিতির সভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সোহেলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি মো. সাইফুদ্দিন সোহান, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. এমরান, রাজনীতিবিদ আকবর হোসেন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন।
প্রধান অতিথির বক্তব্যে মো. নবীর হোসেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সাধারণ জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ সাধারণ জনগণের পাশে থাকবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে তিনি স্থানীয় ইসলামপুর জামে মসজিদে (গোদার মসজিদ) জুমার নামাজ আদায় শেষে মসজিদ কমিটি, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মুসল্লিদের সাথেও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর জামে মসজিদ কমিটির সভাপতি মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিদ্দিকী।

Sharing is caring!