এনকে টিভি ডেস্কঃ  

করোনাভাইরাস বদলে দিয়েছে পৃথিবীর অনেক চেনা বাস্তবতা। টীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া ভাইরাসের প্রতিনিয়ত মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে বিশ্বব্যাপি। সবচেয়ে কঠোর লকডাউনের সাক্ষী এ শহরে এবার করোনার বিদায় পার্টি আয়োজন করা হয়েছে খুব ঘটা করে। মাস্ক ছাড়াই হাজার হাজার তরুণ-তরুণী মেতেছে মিউজিক ফেস্টিভালে। খবর সিএনএনের।

 

কাধে কাধ মিলিয়ে গানের তালে নেচে-গেয়ে দুঃখ ভুলে স্বাভাবিক জীবনে ফিরার উদযাপনে মেতেছে সারা শহর। হিপহপ পানির তালে পরিপূর্ণ ছিল মায়া বিচ ওয়াটার পার্ক। করোনার এ সময়ে বিশ্বের অনেক প্রান্তেই এ উৎসব এখনো ককল্পনা করা যায় না। যেখানে প্রতিনিয়ত আক্রান্তের হার বেড়েই চলেছে। তবে ৭৬ লকডাউনের পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে উহানের বাসিন্দারা।

 

পার্কটিতে বর্তমানে নিয়মিত ১৫ হাজারের বেশি দর্শনার্থী ঘুরতে আসে। ফলে বুঝাই যাচ্ছে চীনের পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আলাদা। সময়ের ব্যবধানে সারা বিশ্বই স্বাভাবিক জীবনে ফিরতে মুখিয়ে আছে।

 

Sharing is caring!