ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে বিপদে পড়া পাথর বোঝাই জাহাজ থেকে ১২ নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ বিমানবাহিনীর দুইটি ‘এডব্লিউ-১৩৯’ হেলিকপ্টার।

বুধবার বিকেলে ৩টার দিকে পতেঙ্গার ভাসানচর এলাকার এমভি সানভ্যালি নামের জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর জাহাজটি পতেঙ্গার বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে নিয়ে আসা হয়।

জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর কাছে খবর পেয়ে ঢাকার তেজগাঁও থেকে বিমানবাহিনীর ১০৯ সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিটের দুটি হেলিকপ্টার বেলা দেড়টার দিকে দুর্ঘটনাকবলিত জাহাজটি শনাক্ত করতে সক্ষম হয়। এরপর ১২ নাবিককে উদ্ধার করে আনা হয়। ঘাঁটিতে এনে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড্যান্ট ক্যাপ্টেন আবু সালেহ মোহাম্মদ মান্নাফী বলেন, জাহাজটি ডুবে যাওয়ার পর ১৪ ঘণ্টা সাগরে ভাসছিল। পরে উদ্ধার হওয়া ১২ জন নাবিককে বিমানবাহিনীর তত্ত্বাবধানে জহুরুল হক ঘাঁটিতে এনে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসা শেষে জাহাজের মালিকের কাছে নাবিকদের হস্তান্তর করা হবে।

Sharing is caring!