আফগানিস্তানে কর্মরত ব্র্যাক ইন্টারন্যাশনালের ৬ কর্মকর্তাকে খুব শিগগিরই বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আগামী ২২ আগস্টের আগে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। সোমবার (১৬ আগস্ট) ঢাকার ব্র্যাক অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

ব্র্যাকের এক কর্মকর্তা  বলেন, ‘২২ আগস্টের আগেই আমরা তাদের ফিরিয়ে আনছি। এর আগে চেষ্টা করে আমরা ২২ তারিখে একটি ফ্লাইট পেয়েছিলাম। পরবর্তী সময়ে চেষ্টা করে আরও আগেই পেয়েছি। আশা করছি, তারা খুব দ্রুতই দেশে ফিরবেন।

এদিকে, উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, ব্র্যাক ইন্টারন্যাশনালের ছয় কর্মকর্তা বর্তমানে কাবুলে থাকা ব্র্যাকের কান্ট্রি ডিরেক্টরের বাসভবনে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) ব্র্যাকের মিডিয়া অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস, কমিউনিকেশনের প্রধান রাফে সাদনান আদেলের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তানে তাদের সর্বশেষ ৯ বাংলাদেশি কর্মকর্তা কর্মরত ছিলেন। এর মধ্যে তিনজন কর্মকর্তাকে দেশে ফেরানো হয়েছে। বাকিদেরও ফেরানোর প্রক্রিয়া চলছে।

ব্র্যাক জানায়, গত ১৯ বছরের বেশি সময় ধরে দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল। দেশটির ১০টি প্রদেশে প্রায় তিন হাজার ব্র্যাককর্মী কাজ করছেন।

Sharing is caring!