এনকেটিভিনিউজ২৪ স্পোর্টস ডেস্ক : আগামী ৫ সেপ্টেম্বর চট্রগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথমবারের মত আফগানদের বিপক্ষে টেস্ট খেলতে নামা বাংলাদেশ জিততেই চাইবে। আর এমন লক্ষ্যেই সাকিব বাহিনীর চলছে কঠোর অনুশীলন। তবে দলে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল, দলে সিনিয়র ক্রিকেটার বলতে অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আর শেষ পর্যন্ত ইমরুল কায়েস যোগ হলে বাড়বে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা।
জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন তারা সেরা দল নিয়ে মাঠে নামবেন। তার ভাষ্যে এই ৮ জন মোটামুটি দলে নিশ্চিত। তারা হলেন অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিক, মাহমুদউল্লাহ। এছাড়াও সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম অনিক ও মোস্তাফিজুর রহমানের। তবে ১৪ জনের দল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচকদের। তাই সবার প্রশ্ন বাকি ৬ জন নিয়ে!
স্পিন আক্রমণে সাকিবের সঙ্গী হিসেবে থাকবেন তাইজুল ইসলাম। তবে মেহেদী হাসান মিরাজের থাকা নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। তাই স্পিনে হয়তো তাইজুলের উপরই ভারসা করতে হবে দলকে।
অন্যদিকে পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গী হবে কজন! তা নিয়েও আলোচনার শেষ নেই। কারণ আফগানদের বিপক্ষে স্পোর্টিং উইকেট হলে পেসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সেই ক্ষেত্রে আলোচনায় আছে আবু জায়েদ চৌধুরী রাহী ছাড়াও অভিজ্ঞ শফিউল ইসলামের নাম।
তবে চট্টগ্রামে উইকেট সবসময়ই স্পিন সহায়ক। সেই ক্ষেত্রে দুই পেসারের বেশি দলে না রাখার সম্ভাবনাই বেশি। তৃতীয় পেসারের প্রয়োজন হলে সৌম্যকে ব্যবহার করতে পারবে টিম ম্যানেজম্যান্ট।
এদিকে ধারণা করা হচ্ছে ওপেনার হিসেবে তরুণ সাদমান ইসলাম অনিকের সাথে অভিজ্ঞ কাউকে বিবেচনাতে নিলে অবশ্য সেখানে জায়গা করে নিবেন ইমরুল কায়েস। এছাড়াও আলোচনায় রয়েছে জহুরুল ইসলাম অমির নামও। আর শেষ দিকে ব্যাটিংয়ের শক্তি বাড়াতে দলে রাখা হতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকেও।
বাংলাদেশের সম্ভাব্য দল : সাকিব আল হাসান, মুশফিক রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম অনিক, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, জহুরুল হক অমি, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি/শফিউল ইসলাম।

Sharing is caring!