নিজস্ব প্রতিবেদকঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের বাড়িতে হামলা অভ্যন্তরীন কোন্দলের কারণে হয়েছে বলে মন্তব্য করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

.

সোমবার (২২ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে স্টাটাসের মাধ্যমে তিনি এ কথা বলেন।

.

স্টাটাসে কাদের মির্জা লিখেন, গত ২০ নভেম্বর ২০২১ তারিখে খিজির হায়াত খানের বাড়িতে কে বা কাহারা হামলা করেছে। জানা যায় খিজির হায়াত গংদের চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী সবুজ, আরিফ, হানিফ সবুজের মধ্যে খিজির হায়াত আরিফের পক্ষে অবস্থান নেয় সে প্রেক্ষিতে টেকের বাজারের সবুজ ক্ষিপ্ত হয়ে তার অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে হামলা করায়। এটি সম্পূর্ণ তাদের অভ্যান্তরীন কোন্দলের ভিত্তিতে ঘটে। উল্লেখ্য খিজির হায়াত গংদের এই সন্ত্রাসীরাই গত ১৭ নভেম্বর মুছাপুর ৩ নং ওয়ার্ড- রংমালা সংলগ্ন আমাদের যুবলীগ নেতা মামুনদের বাড়িতে হামলা করে।

 

.

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মান ক্ষুন্ন করতে কোন প্রকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রচার করে সন্ত্রাসীদের আমার অনুসারী বলে প্রকাশ করছে কিছু গণমাধ্যম। এটি অত্যন্ত দুঃখজনক। ভবিষৎ -এ গণমাধ্যমকে এজাতীয় সংবাদ প্রচারে সতর্ক হয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আহ্বান জানাচ্ছি।

.

আবদুল কাদের মির্জা
মেয়র, বসুরহাট পৌরসভা।

.

 

উল্লেখ্য, ২০ নভেম্বর (শনিবার) রাত ৮টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের (৭২) বাড়িতে হামলার ঘটনা ঘটে। এঘটনায় দায়েরকৃত মামলায় কাদের মির্জার ৫ অনুসারীকে গ্রেফতার করে পুলিশ।

 

এইচ/আর

Sharing is caring!