এনকে টিভি ডেস্কঃ

ঐতিহ্যবাহী পুরান ঢাকার সামাজিক সংগঠন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম “ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে প্রতিটি মানুষ জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে” এই শ্লোগানকে সামনে রেখে দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত ১ হাজার জনের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করে।

 

সোমবার (১০ মে) দুপুর ২টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত শহীদ হাজী আব্দুল আলীম খেলার মাঠে ঈদ উপহার বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী তালিকা ছিল পোলাউর চাল, আটা, তেল, সেমাই, চিনি, নুডুলস ও দুধ।

 

সংগঠনের সভাপতি লায়ন মোঃ আশরাফ আলী বলেন, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সারা দেশের ব্যবসায়ী সাধারণ খেটে খাওয়া মানুষ সহ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সকল শ্রেণী-পেশার মানুষ বিপর্যস্ত জীবনযাপন করছে। সমাজের সচেতন সামর্থ্যবান প্রতিটি নাগরিকের আজ তাদের পাশে সহযোগিতা সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার সময়। সামাজিক সংগঠন হিসেবে ওর ঢাকা ইয়ুথ ফোরাম এক ঝাঁক উদ্যমী কর্মীদের সমন্বয়ে গতবারের ন্যায় এবারও ১০০০ অসহায় মানুষের কাছে ঈদের উপহার পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন, সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার কাজি মহাম্মদ আব্দুল্লাহ,যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব, আলী জাবেদ,কোষাধক্ষ্য মোহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকের, প্রচার সম্পাদক মোঃ সজিব হাসান, দপ্তর সম্পাদক আব্দুল কাদের সোহেল, বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সহ সংগঠনের কার্যনির্বাহী সদস্য বৃন্দ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বৃহত্তর লালবাগ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আমেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর রেজাউল কবির রকি, জাতীয় পার্টির যুগ্ম যুব বিষয়ক সম্পাদক  দীন ইসলাম।

 

এইচ/আর

Sharing is caring!