নোয়াখালীর বেগমগঞ্জে মাদক মামলার এক আসামিকে ১০ বছর পর গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।
.
গ্রেফতারকৃত মো. কামাল হোসেন (৪০) বেগমগঞ্জ উপজেলার ৬নং রাজগঞ্জ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রাজুল্যাপুর গ্রামের উজির মিয়া পন্ডিত বাড়ির মৃত আব্দুল হাইয়ের ছেলে।
.
বুধবার(১৯ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে (র‍্যাব-১১)।
.

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
.
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১১ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মো. কামাল হোসেনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি মামলা হয়। যা দায়রা নং-২৭৮/১১, জিআর-৭৯৬/১১ চলমান রয়েছে। ওই মামলার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি ১০ বছর পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

Sharing is caring!