.
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে
হোমিও চিকিৎসার আড়ালে রেক্টিফাইড স্পিরিটের ব্যবসা করায় ৮ দোকানে তালা ঝুলিয়ে দিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

.
বুধবার ও বৃহস্পতিবার টানা অভিযান পরিচালনা করে এসব দোকান বন্ধ করেন তিনি।

 

.

এবিষয়ে নিজের ফেসবুক আইডিতে স্টাটাস দেন মেয়র আবদুল কাদের মির্জা।

.

স্টাটাসে তিনি লিখেন, ২ বছর পূর্বে স্পিরিট বিক্রি করে রফিক হোমিও হলের সত্তাধিকারি জাহিদ এর ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্পিরিট সেবন করে ৭ জনের মৃত্যু হয় এবং ৫ জন অসুস্থ হয় এরপর জাহিদ আর তার ছেলেকে পুলিশ গ্রেফতার করে।

.

গত ৬ মাস আগে জাহিদ আর তার ছেলে আবারো মুক্তি পেয়ে, অপশক্তি খিজির হায়াত আর আবু নাছের এর নেতৃত্বে হোমিওপ্যাথির নামে কোম্পানিগঞ্জ উপজেলায় এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমি জানতে পেরে রফিক হোমিও হলে অভিযান চালিয়ে অনেক গুলো অবৈধ স্পিরিট এর বোতল উদ্ধার করি। এর পর পর প্রত্যকটা হোমিও ওষুধ এর দোকানে প্রচুর পরিমাণে স্পিরিট উদ্ধার করি।

.

এখানে উল্লেখ করা যায় যে, প্রতি মাসে ১/২ বার ভ্রাম্যমান আদালত এর নামে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হয় অথচ এই অবৈধ রমরমা ব্যবসা চলছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন তা জনগণ জানতে চায় ?

.

আবদুল কাদের মির্জা।
মেয়র, বসুরহাট পৌরসভা।

 

 

কে/এফ

Sharing is caring!