চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। শনিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে টিকার চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা  টিকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের প্রথম চালানের ১০ লাখ এবং শুক্রবার ভোর সাড়ে ৫টায় আরেকটি বিশেষ ফ্লাইটে আরও ১০ লাখ ডোজ টিকা এসেছে।

এর আগে, শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্ম থেকে ১০ লাখ টিকা ঢাকায় আসে। প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায় এলো। এ নিয়ে সিনোফার্ম থেকে মোট ২০ লাখ টিকা দেশে এলো।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আর এই প্রথম চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকা বাংলাদেশে এসেছে।

Sharing is caring!