বিশেষ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৫ হাজার মানুষকে খাওয়ালেন কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী।

.

সোমবার (১৫ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ ও পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন করেন তিনি।

.

এবিষয়ে আইয়ুব আলী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর আজীবন গরিব দুঃখী মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তিনি স্বপ্ন দেখতেন সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার। তাই আমি প্রায় ৫ হাজার মানুষকে খাইয়েছি। তারা সবাই বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া করেছে।

.

আইয়ুব আলী আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে কিন্তু তার আদর্শকে হত্যা করা যাবে না। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে গেলে বাংলাদেশ কখনো পথ হারা হবে না। তাই আমি প্রতিবছর এ ধারা অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ

.

 

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

.

এইচ/আর

Sharing is caring!