এনকে টিভি ডেস্কঃ
বাংলাদেশের ক্রিকেট জগতে অন্যতম ক্রিকেটার আব্দুর রাজ্জাককের ৩৮তম জন্মদিন গেছে সোমবার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই স্পিনারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

 

সেখানে তারা মনে করিয়ে দিয়েছে রাজ্জাকের হ্যাট্রিকের কথা। ৩ ফরম্যাটে ঠিক ২০০ ম্যাচ খেলে রাজ্জাকের ২৭৯ উইকেটের কথাও উল্লেখ করেছে আইসিসি।

 

আব্দুর রাজ্জাকের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় আইসিসি লিখেছে, ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে, ৩৪ টি-টুয়েন্টি; সবমিলিয়ে ২৭৯ আন্তর্জাতিক উইকেট। ২০১০ সালে বিশ্বের দ্বিতীয় স্পিনার হিসেবে ওয়ানডেতে হ্যাট্রিক করেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও তার। শুভ জন্মদিন আব্দুর রাজ্জাক।

 

গত কয়েক বছর ধরে জাতীয় দলে নিয়মিত না হলেও, মোহাম্মদ রফিকের সঙ্গে এবং রফিক পরবর্তী যুগে রাজ্জাকই ছিলেন দলের এক নম্বর স্পিনার। নিয়ন্ত্রিত বাঁ-হাতি স্পিনের সঙ্গে বিষ মাখানো টপ স্পিন যেন মূর্তিমান আতঙ্ক ছিল প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য।

 

Sharing is caring!