
Nktv deskঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আওতাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এমাম হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার কৃত মোঃ এমাম হোসেন কুতুবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ওয়ার্ডের আলী মিয়া টেন্ডল বাড়ীর মৃতঃ আবদুল বারিক মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দীন জানান,
রোববার সন্ধ্যা আনুমানিক ৭ টায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আবদুল্লাহ পুর হাসপাতাল মোড়ের নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এমাম হোসেনকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম জানান,এমাম হোসেনকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করেন।সোমবার আসামীকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে
Leave a Reply