প্রতিবেদক:

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে ছাগলনাইয়া পৌরশহরের জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। হাতাহাতির মধ্যে ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক মানিকের উপর হামলার ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুত্বর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দু’পক্ষের সাত জন আহত হয়।

এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বর্তমানে ছাগলনাইয়া পৌর শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদের ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী মুঠোফোনে জানান, সংঘর্ষের পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমি ঘটনাস্থলে আছি,পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Sharing is caring!