অন্যান্য, অর্থ ও বাণিজ্য, আইন-আদালত, আন্তর্জাতিক, খেলাধুলা, জাতীয়, নোয়াখালী, প্রবাসের খবর, প্রযুক্তি, বিনোদন, মিডিয়া, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা, সাক্ষাৎকার, সারা বাংলা, স্বাস্থ্য | তারিখঃ জুলাই ১৫, ২০১৯

ছবি: সংগৃহীত
সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের নির্মাণাধীন বাড়ি ‘পল্লী নিবাস’ এর কাজ তার নির্দেশে দ্রুত
শেষ করা হচ্ছিল। কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে যাওয়ায় শেষ পর্যন্ত তার আর সেই বাড়িতে থাকা হলো না।
জাতীয় পার্টির স্থানীয় নেতারা পরিকল্পনা করছেন পৈত্রিক বাড়ি ‘স্কাই ভিউ’তে এরশাদ জাদুঘর গড়ে তোলার জন্য।
এরশাদের রংপুরের পৈত্রিক নিবাস ‘স্কাই ভিউ’ স্বরচিত কবিতার মতো সাজানো। সাবেক প্রেসিডেন্ট সময় পেলেই এই
বাড়িতে ছুটে আসতেন।
নগরীর দর্শনা মোড়ে হুসেইন মুহম্মদ এরশাদের আরেক বাড়ি ‘পল্লী নিবাস’, তার ইচ্ছেয় পুরোনো বাড়ি ভেঙে তিন তলা নতুন বাড়ি বানানোর কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, এরশাদের
‘স্কাই ভিউ’ বাসভবনটিকে এরশাদ জাদুঘর করা হবে।
জাপা চেয়ারম্যান এরশাদের ভক্তরা চান, স্মৃতিবিজড়িত রংপুরেই তাকে সমাহিত করা হোক।
রবিবার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। এর আগে গত ২২ জুন থেকে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন এরশাদ। তিনি হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। গত ২৬ জুন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফসাপোর্ট ছিলেন এরশাদ।
Leave a Reply