নজরুল ইসলাম সুজনঃ
১৩/০৬/২০২০খ্রি.
গত ২৪ ঘন্টায় নোয়াখালী জেলায় নতুন করে ৬৭ জন করোনা রোগী করোনা সনাক্ত হয়েছেন।

(নোয়াখালী সদর- ৩৫জন, বেগমগঞ্জ- ০১জন, সূবর্ণচর-০২জন, সোনাইমুড়ি-১১জন,কবিরহাট- ১৩জন, সেনবাগ- ০৪জন, হাতিয়া-০১জন)

এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত- ১৩১৪জন।
(আক্রান্তের হার ১৮.৮৪%)

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২১জন
মোট সুস্থ রোগীর সংখ্যা- ৩০৯জন
(সুস্থতার হার ২৩.৫১%)

(চাটখিল-৩২জন,সোনাইমুড়ি-৩২জন,সেনবাগ-২৬জন, বেগমগঞ্জ-৯৪জন, নোয়াখালী সদর-৪৬জন, কোম্পানীগঞ্জ-০৮জন, কবিরহাট-৫৩জন, সূবর্ণচর-১৩জন, হাতিয়া-০৫জন)

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ০০জনের
মোট মৃত্যু-৩৫ জন।
(মৃত্যুর হার ২.৬৬%)

(বেগমগঞ্জ-২০জন, সোনাইমুড়ি-০২জন, সেনবাগ-০৬জন, সূবর্ণচর-০১জন, নোয়াখালী সদর- ০৪জন, চাটখিল-০১জন, কবিরহাট-০১জন)

২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ- ৭১জন।
আজকের প্রাপ্ত ফলাফল – ৩৮০জন।

পজিটিভ -৬৭জন।
নেগেটিভ -৩১৩জন।

এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ- ৭৬৩৭জন।
প্রাপ্ত ফলাফল – ৬৯৭১জন।
পজিটিভ- ১৩১২জন, নেগেটিভ -৫৬৫৯জন।
আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৯৭০জন।
কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ৫৪জন।

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা :
(উপজেলা ভিত্তিক তথ্য) :

নোয়াখালী সদর-৪০১ জন।
সুবর্ণচর-৩৯ জন।
হাতিয়া-১০ জন।
বেগমগঞ্জ- ৫১২জন।
সোনাইমুড়ী-৭৪ জন।
চাটখিল-৯০জন।
সেনবাগ-৭৫ জন।
কোম্পানিগঞ্জ -১৭ জন।
কবিরহাট-৯৬ জন।

বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা (১৩১৪-৩৪৪) = ৯৭০জন।

Sharing is caring!