রোমানা ইসলামঃ
নোয়াখালী জেলায় নতুন করে ৩২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
নোয়াখালী সদরে ২৩জন, সূবর্ণ চরে- ০৬জন, কবিরহাটে- ০৩জন শনাক্ত হয়েছেন।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা – ১১০১জন।
(আক্রান্তের হার ১৮.৮৪%)

সুস্থ রোগীর সংখ্যা- ২৩২জন
(সুস্থতার হার ২১.০৭%)

(চাটখিল-২৬জন,সোনাইমুড়ি-২৩জন,সেনবাগ-১১জন, বেগমগঞ্জ-৯৩জন, নোয়াখালী সদর-৩২জন, কোম্পানীগঞ্জ-০৮জন, কবিরহাট-৩০জন, সূবর্ণচর-০৪জন, হাতিয়া-০৫জন)

মৃত্যু-৩০ জন। (মৃত্যুর হার ২.৭২%)

(বেগমগঞ্জ-১৮জন, সোনাইমুড়ি-০২জন, সেনবাগ-০৫জন, সূবর্ণচর- ০১জন, নোয়াখালী সদর- ০৩জন, চাটখিল-০১জন)

২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ ১৮২ জন।
আজকের প্রাপ্ত ফলাফল – ১৬৭জন।

পজিটিভ -৩২জন।
নেগেটিভ -১৩৫জন।
এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ-৭১০৯জন।

প্রাপ্ত ফলাফল – ৫৮৪৩জন।
পজিটিভ- ১০৯৯জন, নেগেটিভ -৪৭৪৪জন।
আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৮৩৯জন।

কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ৪৮জন।

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা :
(উপজেলা ভিত্তিক তথ্য) :

নোয়াখালী সদর-২৯৬ জন।
সুবর্ণচর-৩৪ জন।
হাতিয়া-০৯ জন।
বেগমগঞ্জ- ৪৮০জন।
সোনাইমুড়ী-৫৫ জন।
চাটখিল-৭১জন।
সেনবাগ-৬৭ জন।
কোম্পানিগঞ্জ -০৯ জন।
কবিরহাট-৮০ জন।

বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা (১১০১-২৬২) = ৮৩৯জন

Sharing is caring!