শাকিল আহমেদঃ

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নোয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হলো।শুক্রবার বিকেলে জেলা প্রশাসক তন্ময় দাস স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে এই লকডাউন ঘোষণা করা হয়।বিজ্ঞাপ্তিতে বলা হয় ১১-০৪-২০২০ তারিখ ভোর ০৬টা থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই লকডাউন অব্যাহত থাকবে।এতে করে নোয়াখালী থেকে কেউ অন্য জেলায় গমণ করতে পারবেনাা এবং কেউ যাতে নোয়াখালী ঢুকতে না পারে সে ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। জরুরি পরিসেবা সমূহ যেমন ঔষধ,চিকিৎসা সেবা,কৃষিজাত দ্রব্য,পরিচ্ছন্নতা কর্মী, শিশু খাদ্য বাজারজাত টেলিফোন ও ইন্টারনেট সেবা,খাবার,পশুখাদ্, কীটনাশ, জ্বালানি ইত্যাদি জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং কর্মীরা এই লকডাউনের আওতার বাইরে থাকবেন।সংবাদকর্মীরা তাদের দায়িত্ব পালন করতে পারবেন।লকডাউন ঘোষনা করায় সচেতন মহল তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা প্রশাসনকে সাধুবাদ জানান।

Sharing is caring!