এনকে টিভি প্রতিবেদকঃ   মুজিববর্ষ ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কে সামনে রেখে সারা দেশের ন্যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শুরু হয়েছে মুজিব জন্মশতবার্ষিকী ক্ষণ গননা।

 

২০ জানুয়ারি, সোমবার দুপুর ১২ টায় শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত ক্ষণ গণনার ঘড়ি উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ,বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যবৃন্দ,     ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমীসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

 

এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, “স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী দেশের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যেতে হবে।”

 

এছাড়াও তিনি সবার সহযোগিতা কামনা করে বছর ব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে মুজিব বর্ষ উদযাপন করার কথা ব্যক্ত করেন।

Sharing is caring!