মোহাম্মদ শহিদ (কবিরহাট প্রতিনিধি):

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রায় ২৮৬ কেজি কয়েক প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস এ কর্মসূচির আয়োজন করেন।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য খামারীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়।

পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মীর রাশেদুজ্জামান রাশেদ।

 

এসময় উপস্থিত ছিলেন- কবিরহাট থানার ইনচার্জ মির্জা হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও মৎস্য চাষীবৃন্দ ।

Sharing is caring!