রাতের আঁধারে নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন এলাকা, বাসস্ট্যান্ডে, ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। রোববার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাটখিল পৌর শহরের বিভিন্ন এলাকায় ও ঢাকা-রামগঞ্জ সড়কে হালিমা দিঘীর পাড়, কাচারী বাজার এলাকায় এসব কম্বল সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন নোয়াখালীর চাটখিল উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ বিষয়ে ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, প্রচন্ড শীতে চাটখিল উপজেলাবাসী কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!