এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা ভাইরাস (কোভিড ১৯ ) সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১মার্চ) বিকালে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বসুরহাট পৌরসভার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলার ৮টি ইউনিয়নের ৭জন ইউপি চেয়ারম্যান ও ৮টি ইউনিয়নের ৮০জন ইউপি সদস্য এবং পৌরসভার ১২জন কাউন্সিলর অংশ গ্রহণ করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ফয়সল আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: সেলিম, উপজেলা ভূমি কর্মকর্তা সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমূখ।

এ সময় বক্তারা করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনধিদের করণীয় সম্পর্কে আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কাউন্সিলর এবিএম ছিদ্দিক, কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, হারুন অর রশীদ শাহেদ, ছায়দল হক বাবুল প্রমূখ।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!